Search This Blog

Monday, July 29, 2013

ধুস

বলেইছিলাম বহুদিন ফেলে রাখতেও পারি। ব্লগ তো নয়, শুঁটকিমাছ যেন। যাই হোক, এই মুহূর্তে চূড়ান্ত নিষ্কর্মা জীবন কাটছে (কখন কাটত না?) তাই ভাবলাম ফেলে না রেখে রেঁধেই ফেলি একটুখানি পচা ঝোল।

পৃথিবী'তে সর্বাধিক দুর্দশা তাহার,
যে সহিছে সকলের প্রত্যাশা'র ভার।
:/

অবশ্যকর্তব্যঃ

১) 'সাত রং' গল্পে'র কাপি'টি সম্পূর্ণ করা
২) সচিত্র রাঁধাবাড়া'র খাতাটা শুরু ও শেষ করা
৩) এক্ষপেরিমেন্ট করা'র ব্যাপারে আরো সাহস অর্জন করা  
৪) রং-তুলি'র প্রতি সুবিচার করা
৫) আরও ছবি তোলা
৬) 'লিস্ট কম, কাজ বেশি'-এই আদর্শ'কে ধারণ করে মেনে চলা
৭) আধখানা পড়া বইয়ের সংখ্যা কমানো
৮)
৯)
১০)

Monday, April 22, 2013

জগঝম্প.


হ্যাঁঅ্যাঅ্যাঅ্যা...আবারও একটা নতুন ব্লগ খুললাম। এটাতেও চাট্টি পোস্ট করার পর বোর্‌ড্‌ হয়ে ফেলে রাখতেই পারি, গত সাড়ে তিনটে ব্লগে'র ক্ষেত্রে যা করেছি।

কিন্তু এটার সাথে আগেরগুলো'র তফাৎ কি? এটাতে ঠিক-ভুল-ছাঁই-পাঁশ-এতোল-বেতোল সবই বিরাজ করবে। অর্থাৎ  কিনা কি বানান ভুল হল, কি কমা'র জায়গায় দাঁড়ি পড়ে গেল, কি বাংলা বাক্যে ইঞ্জিরি ঢুকে পড়ল-এতশত ব্যাপারে আর বিশেষ মাথা ঘামাব না। মাথা'র মধ্যে পিছন দিক থেকে কেউ ফুট কাটল-"তাহলে 'The The'র (খেয়াল না করে বাংলা'য় লিখতে গিয়ে বেরোল 'ঠে ঠে') সাথে আর ফারাক রইল কোথায়?" আছে আছে, ফারাক আছে। লোকে ভুল ধরালে "বেটা ছপম কোথাকার" বলে তেড়ে আসব না, শুধরে নেব।

গত পাঁচ বছরে অনেক কিছু শিখেছি, তার থেকে আরো অনেক কিছু ভুলেছি, এবং কিছু শিখতে-শিখতেও ঠিক শিখে উঠতে পারছি না। কিন্তু দুটো বাক্য চমৎকার আত্মস্থ করেছি-'দেয়ার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম ফর এভ্রিথিং' আর 'টু এর ইজ হিউম্যান'।

ব্যাস্‌, আর কে ঠেকায় এবার আমায়?